জামালগঞ্জে জেলা প্রশাসকের হাওর রক্ষা বাঁধ ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন

10

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম জামালগঞ্জ উপজেলার পাগনার ও হালির হাওরের বাঁধ ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। গতকাল সকালে তিনি পাগনার হাওরের ১৭ নং পিআইসির বাঁধ, ভীমখালী ইউনিয়নের গোলামীপুর দলিত সম্প্রদায়ের ৮টি নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর, জামালগঞ্জ থানা, জামালগঞ্জ সদর ইউনিয়ন ও দক্ষিণ কামলাবাজ গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমিতি পরিদর্শন করেন।
পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
দুপুরে তিনি হালির হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, সহকারী কমিশনার মেহদী হাসান, মহন মেঞ্জী, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার,ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন , সদর ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার ও সাংবাদিকবৃন্দ।