জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ২১ আগষ্টের গ্রেনেড হামলার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে আ’লীগের প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াছ আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দীপক কান্দি দে দিপাল, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আহাদ, যুগ্ম-আহবায়ক কামাল হোসেন লিলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা মিসবাহ, জুনেদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রোকন প্রমূখ। সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা কারীদের বিচারের দাবিতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের আরেকাংশের উদ্যোগে শোক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি দাবিদার শাহ শাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ মাকসুদ আহমদ, মুহিন মিয়া, যুগ্ম-সম্পাদক আব্দুল মুকিত, তানভীর আলম পিয়াস, উবায়দুল হক জাবেদ, আনহার আহমদ মিলাদ, প্রচার সম্পাদক জুয়েল হোসেন, সমাজ সেবা সম্পাদক শাহ সালমান জয়, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাসুম মিয়া, ছাত্র ও স্কুল বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, আর্ন্তজাতিক সম্পাদক এনামুল হক, ধর্ম সম্পাদক ইকবাল হোসেন, উপ-সম্পাদক রুবেল হোসেন ভূঁইয়া, সাজ্জাদ মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সুমন মিয়া, আবুল কাশেম, শাহজাহান মিয়া, পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সারওয়ার চৌধুরী, সাংগঠনিক আবু সাঈদ, পৌর ছাত্রলীগ নেতা হাসানুর রহমান হাসান, লিমন চৌধুরী, তানভীর আহমদ, খোকন মিয়া, রাসেল মিয়া, কামরান, দিলওয়ার, ফাহিম জামান আহমেদ, সায়েদ মিয়া, কলেজ ছাত্রলীগ নেতা কাউসার বক্স, তানজীর আলম তামিম, মুহিন মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শাহীনুর রহমান সুমন, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আলী নেওয়াজ, সাইফুল ইসলাম শাকিল, সুলেমান হোসেন, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুনেদ মিয়া প্রমুখ।