পুলিশ সদস্যদের স্মরণে সিলেটে মেমোরিয়াল ডে পালিত

11
মুক্তিযুদ্ধে নিহত পুলিশ সদস্যদের স্মরণে সিলেটে মেমোরিয়াল ডে পালিত হয়।

স্টাফ রিপোর্টার :
জনগণের জানমালের নিরাপত্তা বিধান পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। তাদের আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের। স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সিলেটে পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল’ডে।
গতকাল সোমবার দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় রিকাবীবাজারস্থ পুলিশ লাইনের স্মৃতি শ্রদ্ধা নিবেদন করেন আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে শহীদ বীরমুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তানে নিহত পুলিশ সদস্যদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট -৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী, মহানগর পুলিশ কমিশনার নেছারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ প্রমুখ।