ছাদির হুসাইন ছাদি :
শখে রাঙা মানবজীবন
রঙে রাঙা মন,
রঙিন মনে ক্ষণেক্ষণে
করে কত পণ।
রাঙা মনের রাঙা স্বভাব
রাঙা চলাচল,
রাঙা পথে রাঙা পথিক
রাঙা দলাদল।
রাঙা যুগের রাঙা যাত্রী
রাঙা নিয়মনীতি,
রাঙা মুখের রাঙা কথা
রাঙা স্বপ্নগীতি।
রাঙা দেশের রাঙা ছবি
রাঙা ছবির গল্প,
রাঙা ছবির ভাবতরঙ্গে
স্বপ্ন আমার অল্প।