মেহেরুন ইসলাম :
বৃদ্ধাশ্রমে খুব আরামে
পাড়তে পারি ঘুম,
ঝগড়াঝাটি নেইতো কোনো
পরিবেশ নিঝুম।
নিত্যদিনে মুখ বাঁকানি
দেখতে হয় না আর,
মুখের উপর ধপাস করে
লাগায় না দুয়ার।
খাদ্য-খাবার নিয়ে কথা
শুনতে হয় না রোজ,
এইখানেতে হামেশা খাই
স্বাদের ভুরিভোজ।
খোকারে তুই কষ্ট পাস না
কাঁদিস নারে ফের,
তোর মাতা যে বৃদ্ধাশ্রমে
সুখে আছে ঢের।
বৌমণিটা ছোট মানুষ
আছে বোঝার ভুল,
ওর সাথে তুই ঝগড়া করে
হস না হুলুস্থূল।