সুষ্ঠু সুন্দর জীবন গড়তে শিক্ষার বিকল্প নেই —- আতাউর রহমান পীর

17

রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২ এর সদ্য অতীত জেলা গভর্নর রোটারিয়ান অধ্যক্ষ লে. কর্ণেল অব. আতাউর রহমান পীর বলেছেন, সুষ্ঠু সুন্দর জীবন গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষকে মানুষ হিসেবে গণ্যকরার জ্ঞান অর্জন করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্যই আজকের এই বৃত্তি প্রদান।
তিনি ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সিলেট শহরতলীর খাদিমনগরের জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ে রোটারী ক্লাব অব সিলেট টি-সিটি’র উদ্যোগে ২য় শামসুদ্দিন ও সুফিয়া চৌধুরী শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট টি-সিটি’র সভাপতি রোটারিয়ান নুরুল ওয়াছেহ আলতাফী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান এফজাল আহমদ চৌধুরী।
রোটারিয়ান পিপি মারুফ আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর রোটারিয়ান বাবর, রোটারিয়ান রিপন চক্রবর্তী, রোটর‌্যাক্টর তাজওয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি