অটোপাস

20

এম. এ. শিকদার :

অটোপাশে কেহ খুশি
কেহ বেজার খুব,
কেহ বলে বাঁচছি রে ভাই
দিবো নদে ডুব।

কেহ দেখি বিষাদ জ্বালায়
কাঁদে ভীষণ দু:খে,
কেহ আবার আনন্দতে
আছে মহা সুখে।

এই অটোপাশ কারো ভাগ্যে
আনলো বয়ে আলো,
কারো ভাগ্যে আনলো আবার
তিমির রাতের কালো।

অটোপাশের রেজাল্ট সরকার
দেইনি এমনে ভাই,
করোনার ঐ জ্বালায় পড়ে
বাধ্য হলো তাই।

অটোর মত এমন রেজাল্ট
হয় না যেনো কভু,
মহামারী থেকে দেশটা
করো রক্ষা প্রভু।