গতকাল সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সম্মেলন প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের উপস্থাপনায় শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য মোঃ মুহিবুর রহমান। সাধারণ সম্পাদক উপস্থিত সকলের সামনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সকলের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক প্রতিবেদন অনুমোদিত হয়। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে সকলপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৮-১৯ সেশনের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ ও ছিদ্দিকুর রহমান মাসুম। সভাপতি পদে আ স ম আফজল আলী রুস্তম (দৈনিক সমকাল),সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী (দৈনিক অগ্নিশিখা), সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন (দৈনিক দিনকাল), সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন দৈনিক আজকের হবিগঞ্জ), কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (দৈনিক প্রতিদিনের সংবাদ, যুগভেরী, হবিগঞ্জ সময়), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল হাসান (তরফ বার্তা, করাঙ্গী নিউজ বার্তা সম্পাদক), দপ্তর ও পাঠাগার সম্পাদক রামেন্দ্র কিশোর মিত্র (দৈনিক বিজয়ের কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মুহিবুর রহমান (হবিগঞ্জ সমাচার), কার্যনির্বাহী সদস্য এডঃ হুমায়ুন কবীর সৈকত, সৈয়দ আজিজুর রহমান (ছয়ফুর), এ কে এম ফজলুল হক চৌধুরী সেলিম। নির্বাচন পরবর্তি সময়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, শায়েস্তাগঞ্জ (দাউদনগর বাজার) ব্যকস সভাপতি মোঃ করম আলী, সৈয়দ অলিউর রহমান ও প্রেসক্লাবের আজীবন সদস্য অমিয় চক্রবর্তী সহ প্রেসক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি