বর্তমানে স্বাভাবিক হয়ে এসেছে অবস্থা \ যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ৬৫ জনের মৃত্যু, বিপর্যস্ত নিউইয়র্ক

6

সৈয়দ সুজাত আলী :
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে গত কয়েক দিনে নিহতের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে ২৬ জনই নিউইয়র্কের। নিহতের সংখ্যা আরোও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অধিবাসীরা। ঝড়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়ার্কের বাফেলো শহর। বিদ্যুৎ সংযোগসহ সেখানে জরুরী পরিসেবাগুলো বন্ধ ছিল। সব মিলিয়ে বড় দিনের উৎসবের বদলে স্তবির হয়ে গেছে আমেরিকার জনজীবন। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা হিমাস্কের ৪৮ ডিগ্রি নিচে নেমে গিয়ে ছিলো।
আমেরিকার শক্তিশালী তুষারের কবলে বরফে ঢেকে গিয়েছিলো বিভিন্ন অঙ্গরাজ্যের ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ও ব্যবসা-প্রতিষ্ঠান। বিপর্যস্ত হয়ে পড়েছিল সড়ক, নৌ ও ট্রেন যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার (২৩ ডিসেম্বর) হাজার হাজার ফ্রাইট বাতিল করেছিলো এয়ারলাইন্স কর্তপক্ষগুলো। সেখানে সবাই বাড়িতে যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে। বর্তমানে অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে।