আমি নেই কোথাও নেই

31

সোমা মুৎসুদ্দী :

আমি নেই কোথাও নেই,
নেই সাহিত্য অথবা কবিদের আড্ডায়।
নেই আমি বইয়ের পাতায়,
নেই কোনও কফিশপে।
বইমেলায় নেই, কারো ভালোবাসায় নেই,
নেই আমি বিরহ বা বিষাদে।
ছবিতে নেই হবিতে নেই,
ইতিহাসের পাতায় আমি নেই।
এমনকি কোনও পর্যটকের,
ভ্রমণ কাহিনীতেও আমি নেই।
আমি কারো জানায় নেই, অজানাতেও নেই,
শুধু জানি আমি আজ নেই, কোথাও নেই।