স্পোর্টস ডেস্ক :
করোনা ভাইরাসের কারণে অনেক দিন ক্রীড়াঙ্গনে সব ধরেণের খেলা বন্ধ থাকার পর আবারও মাঠ তার আগের রূপ ফিরে পেয়েছে। করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণের লক্ষ্যে দর্শক শূন্য গ্যালারী রেখেই বিভিন্ন ধরণের টুর্নামেন্ট চলছে। তবে এবার অস্ট্রেলিয়া ওপেন দেখার অনুমতি পাচ্ছে টেনিসপ্রেমীরা।
প্রতিদিন সরাসরি খেলা দেখার সুযোগ পাবেন ৩০ হাজার দর্শক। এর ফলে মেলবোর্ন পার্কে টুর্নামেন্ট চলাকালে ১৪ দিনে সবমিলিয়ে খেলা দেখবেন প্রায় ৩ লাখ ৯০ হাজার দর্শক।
উল্লেখ্য, আগামী ৮-২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্নে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের প্রথম ৮ দিনে ৩০ হাজার করে দর্শক অনুমতি পাবেন খেলা দেখার জন্য। আর কোয়ার্টার ফাইনালে অনুমতি পাবেন ২৫ হাজার দর্শক।