স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নং হলের ২য় ও ৩য় তলায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৫ জন আইনজীবী প্রার্থী।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আইনজীবীবৃন্দরা হলেন- সভাপতি পদে অশেষ কর, এ.টি.এম. ফয়েজ উদ্দিন, কাজী আশরাফ উদ্দিন (ছাদ), মোঃ মিনহাজ উদ্দিন খান, সহ-সভাপতি-১ পদে আব্দুল হাই কাইয়ুম, এ.কে.এম. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোঃ ফজলুল হক সেলিম, বদরুল আহমদ চৌধুরী, মাহফুজুর রহমান, যুগ্ম সম্পাদক-১ পদে মোহাম্মদ এজাজ উদ্দিন, জাকিয়া জালাল, বিকাশ রঞ্জন অধিকারী, মোঃ হুমায়ুন রশীদ (সুয়েব), যুগ্ম সম্পাদক-২ পদে মোঃ আল-আসলাম মুমিন, মাসুদুর রহমান খান (মুন্না), মোমিনুর রহমান (টিটু), সৈয়দ শাহজাহান, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মোমিনুল ইসলাম মুমিন ও মোহাম্মদ সেলিম মিয়া, সহ-সমাজ বিষয়ক সম্পাদকের ২টি পদে মোঃ আজমল হোসেন, মোঃ আলাউদ্দিন, মোঃ মকসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক পদে মোঃ তানভীর আক্তার খান, মনির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার পদে মোঃ আলীম উদ্দিন, মোঃ এমদাদুল হক, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে জয়জিৎ আচার্য্য, মইনুল হক, ও মোঃ লিয়াকত আলী, সহ সম্পাদকের ৩টি পদে আবু ফাহাদ, আরিফ আহমদ, কবির আহমদ, মোঃ কাওছার আহমদ, মোহাম্মদ মানিক উদ্দিন, মোঃ মিজানুর রহমান, মোবারক হোসেন, রেদওয়ানুল ইসলাম ও সুবল কান্তি পাল (এস. কে. পাল) প্রতিদ্বন্দীতা করছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মোঃ আজিজুর রহমান, মোঃ আব্দুল ওদুদ, আব্দুল গফফার, মোঃ আব্দুল মান্নান চৌধুরী, এ.এস.এম. আব্দুল গফুর, মোঃ ওবায়দুর রহমান, খোকন কুমার দত্ত, চৌধুরী আতাউর রহমান আজাদ, জসীম উদ্দিন আহমদ, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), ড. দিলীপ কুমার দাস চৌধুরী, দীনা ইয়াছমীন, প্রদীপ কুমার ভট্টাচার্য, মোঃ মুহিবুর রহমান (সেলিম), মোর্তুজা আহমদ ও মোঃ রাজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি-২ পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতিমধ্যে মোঃ মখলিছুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর এবং সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ মখলিছুর রহমান ও নেপাল চন্দ্র চন্দ সমিতির সকল বিজ্ঞ সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।