স্টাফ রিপোর্টার :
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম, জৈন্তাপুর থানার ভিত্তিরখেল উত্তর গ্রামের মৃত কনাই মিয়ার পুত্র মো: ফারুক (৪৫) ও একই থানার তুবাং গ্রামের ফরিদ আহমদের পুত্র হাফিজ আহমেদ (২৫)।
র্যাব-৯ জানায়, বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর এশটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি আব্দুল্লাহ এর নেতৃত্বে সিলেট জেলার জৈন্তাপুর থানার ভিত্তিরখেল উত্তর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: ফারুক ও হাফিজ আহমেদকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার ও জব্দ করেছে র্যাব। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।