স্টাফ রিপোর্টার :
প্রথম ধাপের নির্বাচনে সিলেট বিভাগের তিন পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। রবিবার (২৪ জানুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ পড়ান। পৌরসভাগুলো হচ্ছে- মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও সুনামগঞ্জের দিরাই।
গতকাল রবিবার সকাল ১০টায় মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীসহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা শপথ নেন। ১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলিসহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা শপথ নেন। দুপুর ১টায় শপথ নেন সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়সহ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।