গত ১৯ মার্চ দৈনিক কাজিরবাজার পত্রিকায় “তেতলীর উছমান চেয়ারম্যানের বাড়িতে বিএনপি-জামায়াতের হামলা ভাংচুর লুটপাট” প্রথম পৃষ্টায় শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার ভিন্ন মত প্রকাশ করেছেন মোঃ আব্দুল মুমিন ছইল মিয়া। তিনি লিখিত বক্তব্যে জানান, আমি দক্ষিণ সুরমা বিএনপির সহ-সভাপতি ও আমার নেতৃত্বে ২৫/৩০ জনের জামায়াত-বিএনপির লোকজন চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদের একাংশের সাথে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, আমি এর সাথে জড়িত নই। আব্দুল মুমিন ছইল মিয়া দক্ষিণ সুরমা বিএনপির সহ-সভাপতি নন এবং তিনি কোন সময় ছিলেন না।
প্রতিবেদকের বক্তব্য : উপরোক্ত সংবাদটি দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত মামলা ও ঘটনার শিকার চেয়ারম্যান উছমান আলীর বক্তব্যের সূত্রধরে প্রকাশিত হয়েছে। এখানে আমাদের নিজস্ব কোন বক্তব্য নেই। বিজ্ঞপ্তি