শেখ ফয়জুর রহমান :
এই ফুল এই পাখি
ভালোবাসা মাখামাখি,
সবুজের সমারোহে মিশে যায় মন।
প্রজাপতি পাখা নাড়ে,
নাও বাঁধা সারে সারে,
নদীটার পারে দোলে ঘাসফুল, ছন।
বেলা হলে হাট জমে,
রাত আসে থমথমে,
ভিজে যায় কুয়াশায় ডালিমের ফুল।
সুবে হলে আলো আসে,
সূর্যটা মৃদু হাসে,
সমীরণে বেণুবন, লতা খায় দুল।