সিলেটের এম. সি কলেজের অধ্যক্ষ রোটারিয়ান প্রফেসর সালেহ আহমদ বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখার বাইরে গিয়ে বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ তাদের মেধার বিকাশে ও যুগের সাথে তাল মিলিয়ে চলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্কিকরা যৌক্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখেন। কারণ তারা যুক্তিতে, যুক্তি খন্ডনে বিশ্বাস করেন এবং তাদের মধ্যে পরাজয় মেনে নেয়ার দৃষ্টিভঙ্গি বিদ্যমান; যা সর্বক্ষেত্রেই প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান ব্যস্তসময়ে এরকম বিতর্ক প্রতিযোগিতা যখন দিন দিন কমে আসছে; এমন সময়ে রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বলে সাধুবাদ পাওয়ার যোগ্য।
তিনি শুক্রবার সন্ধ্যায় রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের অন্তর্গত সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স আয়োজিত মাসব্যাপী বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর কাজীটুলা উঁচাসড়কে ইসলামিয়া হাউস কনফারেন্স হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান ডা. মুক্তাদির কোরেশী সুমন। বিচারকের দায়িত্ব পালন করেন রোটারিয়ান ও বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ্ ফরিদী, রোটারিয়ান আলী আজম তমাল ও রোটারিয়ান আসাদুজ্জামান সায়েম। বিজ্ঞপ্তি