শেখ একেএম জাকারিয়া :
কাঁপছে শীতে পাখপাখালি
কাঁপছে ফুলের ঘ্রাণ,
থিরথিরিয়ে কাঁপছে দেখো
সব মানুষের প্রাণ।
কাঁপছে শীতে জোয়ানবুড়ো
কাঁপছে বনের গাছ,
দিনদুপুরে কাঁপছে দেখো
পুকুর তলের মাছ।
কাঁপাকাঁপির কথা শুনে
কাঁপছো কি ভাই কেউ?
শীতের রাতে কেঁপে কেঁপে
ডাকছে বিলাই মেউ!
কাঁপছি আমি কাঁপছ তুমি
কাঁপছে সবাই আজ,
মাঘের শীতে কাঁপছে সবাই
ভালো লাগে না কাজ!