আত্মজীবনী

20

শফিকুল ইসলাম শাফিক

আত্মজীবনী হয়ে উঠছি ক্রমশ-ই
দুঃসহ শহর থেকে অসহ্য হয়ে ওঠছে গ্রামও
এখনই কি লেখা দরকার আত্মজীবনী!

গ্রাম এখন নীরস হয়েছে
গ্রামে আমদানি হচ্ছে এখন শহরে বাতাস
আর কোথায় পাবো সরস উচ্ছ্বাস?
সব-ই ক্ষয়ী, ক্ষয়ী হয়েছে সব-ই
লাল রঙ এসেছে জীবনের ক্যানভাসে
শহরে হলুদ বাতি বদলিয়ে
পাতাগুলো ক্রমশই দ্য ইপিক মুভির মতো
হয়ে গেছে দুশমনের আভাসে।

আর দেরি নয়- এখন-ই সময়
লিখে ফেলি আজ সকল আত্মজীবনী।

হৃদয়টা আজ দুঃখ পায়…হারানোর ভয়ে
গ্রামের সবুজ, বিস্তৃত মাঠ, খোলা জানালা
আরও দখিনের হাওয়া
ভয় হয় আজ…
আর কি সময় হবে মোর
লিখে দেই আজ একলাইনে
মৃত্যুর আত্মজীবনী।