গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে একই রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ঢাকা দক্ষিণ ইউপির বারকোট গ্রামে জামিটিকি বাজারে মুক্তাদির ষ্টোর ও কামরান ষ্টোরে শুক্রবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এর আগে ইমার উদ্দিন ষ্টোর ও কামরান ষ্টোরে চুরির ঘটনা ঘটে। এ নিয়ে ৩ মাসের মাথায় একাধিক দোকানে বার বার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দু’বারের চুরির ঘটনায় মুক্তাদির ষ্টোরে ৩ লক্ষ টাকা, কামরান ষ্টোরে ১লক্ষ ২০হাজার টাকা। রোজার আগের দিন রাতে চুরির ঘটনায় ইমার উদ্দিন ষ্টোরে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। জামিটিকি বাজারের ব্যবসায়ী মুক্তাদির ষ্টোর’র সত্ত্বাধিকারী ইফতেখার আহমদ জানান, একমাসের মধ্যে আমার দোকান একাধিকবার চুরির স্বীকার হওয়ায় ব্যবসা চালিয়ে যাওয়া দুর্বিষহ হয়ে পড়েছে। ব্যাপক আর্থিক ক্ষতির কারণে ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে। এদিকে বাজারের ব্যবসায়ীরা রাত্রে টহল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার প্রবীণ মুরব্বি প্রতিবেদককে জানান, দোকানগুলোতে লক্ষ লক্ষ টাকার মালামাল থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা কোন নৈশ প্রহরী রাখার ব্যবস্থা করছেন না। নৈশ প্রহরী না থাকার সুবিধা চুরেরা বার বার নিচ্ছে। এ ব্যাপারে ব্যবসায়ীরা গোলাপগঞ্জ মডেল থানাকে মৌখিক ভাবে অবগত করেছেন বলে জানান। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী জানান, গত রাতেও এ এলাকায় পুলিশ টহলরত অবস্থায় ছিল। সেহরীর সময় সেহরী খেতে আসলে এ সুযোগে হয়তো চুরির ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।