স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকরী সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস। এদিকে, ক্যাম্পাস অনির্দিষ্টকালের বন্ধ থাকায় নির্বাচনের তারিখ নিধার্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগামী ৬ জানুয়ারি, মনোনায়ন পত্র দাখিলের শেষ সময় ৭ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়ারি এবং ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষে গত ২০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্যাম্পাসে শিক্ষক সমিতির নির্বাচন করা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন শিক্ষকদের একাংশ।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকদের পক্ষে অধ্যাপক ড. মোঃ রাশেদ তালুকদার বলেন, ক্যাম্পাস খোলার তারিখ নির্ধারণের আগে শিক্ষক সমিতি নির্বাচনের তারিখ নির্ধারণ করা ঠিক হয়নি। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশ জাতীয়বাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় নির্বাচন করা ঠিক হবে না।
সমিতির সাধারণ সম্পাদক সহযোগি অধ্যাপক মো. ফারুক উদ্দিন বলেন, গঠনতন্ত্র ঠিক রাখতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।