কমলগঞ্জে আদমপুর ইউপির নতুন ভবন নির্মাণ সময়ের দাবী

9

পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে অবস্থিত আদমপুর ইউনিয়ন পরিষদ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায় ৬৫ হাজার মানুষ এই ইউনিয়নে বসবাস করছেন। মণিপুরি তথা বিভিন্ন জাতিগোষ্ঠীর অবস্থানে অধ্যুষিত এই আদমপুর ইউনিয়নের ভবন নির্মাণের জন্য বার বার আবেদন নিবেদন করা হলেও বাস্তবে হচ্ছে না।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন জানান, আদমপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ডিজিটাল যোগে এই ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি। এই ইউনিয়নে ২৪টি গ্রাম রয়েছে। ৩০ শতক জায়গার উপর ইউনিয়ন পরিষদের অফিস রয়েছে। কমলগঞ্জ উপজেলায় সমন্বয় সভায় আদমপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার প্রস্তাব করা হলেও কাজের কাজ কিছু হয়নি। গত বছর এই ইউনিয়নের ৩ কোটি টাকার উপরে বাজেট ঘোষণা করা হয়। জন্মনিবন্ধন, কর আদায়, নাগরিক সেবা, বিভিন্ন বরাদ্দের সঠিক বন্টন ও এলজিএসপির কাজের কর্মদক্ষতায় এই ইউনিয়ন উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। আদমপুর ইউনিয়ন পরিষদ নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ দেয়া প্রয়োজন।