বিশ্বনবীর আগমন :
মক্কার বুকে ফুটে ছিলো
বিশ্বের শ্রেষ্ঠ ফুল,
যেই ফুলেরই সঙ্গে আহা!
হয় না কারো তুল।
মা আমেনার কোলটি জুড়ে
আসলেন তিনি ভাই,
যারই মত এই ভবেতে
আর যে কেহ নাই।
চাঁদ সুরূজ সব হেসে ছিলো
আগমনে তার,
একটি নজর দেখার তরে
আরজি বারে বার।
জিনপরী ও নেইতো বসে
বলেন ওগো রব,
দেখব তারে পরাণ ভরে
যিনি সৃষ্টির সব।
তিনি যে ভাই তোমার আমার
সবার প্রিয়ো মুখ,
এসে ছিলেন রবিউলে
মক্কা ভুমির বুক।
আমার নবী বিশ্বনবী
মোদের জানের জান,
নবী বিনা বাঁচে নারে
আশেকগণের প্রাণ।
এই মাসেরই বারো তারিখ
সকাল যখন হয়,
এসে ছিলেন দ্বীনের নবী
বিশ্ব করতে জয়।
সারা বিশ্বে আলোর দিশা
পেলো তারই তর,
যার জন্য আজ মুসলিম দেখি
প্রতি ঘরে ঘর।