‘খেলবে টাইগার্স, জিতবে টাইগার্স’ জাতীয় ক্রিকেটদলকে নিয়ে এক পরিচিত শ্লোগান। পৌষের পড়ন্ত বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামেও গুঞ্জরিত হল এই শ্লোগান। তবে সেটা ক্রিকেট টিমের জন্য নয়, সংবাদকর্মীদের নিয়ে গড়া ফুটবল টিমকে ঘিরে। সোমবার মাহা-ইমজা মিডিয়াকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের গ্রান্ড ফাইনালে বাঘের গর্জন দিয়ে ট্রফি জিতে নিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল সংবাদ টাইগার্স। ১-০ গোলে তারা পরাজিত করে ফাইনালের প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে পরিচিত টিম একাত্তরের কথাকে। মাহা-ইমজা মিডিয়াকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলল সংবাদ। অন্যদিকে প্রথমবার অংশ নিয়ে ফাইনাল খেললেও রানারআপ ট্রফি নিয়েই তুষ্ট থাকতে হয়েছে টিম একাত্তরের কথাকে। পুরো টুর্নামেন্টে অপরাজিত সংবাদ টাইগার্সের জালে বল জড়াতে পারেনি ফাইনালের প্রতিদ্বন্দ্বিরাও। তাদের জয়ের দিনেই সাঙ্গ হয়েছে সিলেটের সকল স্তরের সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের এক সপ্তাহের মিলনমেলাও।
টুর্নামেন্টের হ্যাট্রিক গোলসহ দুর্দান্ত প্রদর্শনের জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন টিম একাত্তরের কথার দিব্যজ্যোতি সী। পুরো টুর্নামেন্টে দুর্ভেদ্য থেকে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন সংবাদ টাইগার্সের মাঈদুল রাসেল। এছাড়া ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন সংবাদ টাইগার্সের এ এইচ আরিফ। ফাইনালের একমাত্র গোলটি করেন তিনি।
খেলা শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহি কমিটির সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, ডিআইজি অফিসের বিশেষ পুলিশ সুপার জেদান আল মুসা, র্যাব-৯ এর মেট্রো কামান্ডার সামিউল ইসলামসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ করোনাকালে সুশৃঙ্খলভাবে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলা একই সাথে শরীর ও মনের স্বাস্থ্য ভালো রাখে। একদিকে করোনা সংকট অন্যদিকে দমবন্ধ ব্যস্ততার মধ্যে সাংবাদিকদের নিয়ে এমন টুর্নামেন্ট তাদের শরীর ও মানসিক স্বাস্থের উন্নয়নে ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। করোনাকালে যোগদানের পর সিলেটের সকল সাংবাদিক নেতৃবৃন্দকে প্রথমবারের মতো একসাথে পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের টুর্নামেন্ট আরো আয়োজনের প্রত্যাশা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের সকল আহ্বানেই সাড়া দেওয়ার প্রচেষ্টা করে র্যাব। সাংবাদিকরা সমাজসচেতন এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা সুরক্ষাতেই কাজ করে র্যাব। তাই ফুটবলকে ঘিরে সাংবাদিকদের এই মিলনমেলা অত্যন্ত আনন্দদায়ক। এই টুর্নামেন্টের নেপথ্য কুশিলবদের সকলকে ধন্যবাদ জানান তিনি।
বাফুফের কার্যনির্বাহী সদস্য এবং মাহা-ইমজা মিডিয়াকাপ ফুটবল টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মাহার সত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, সাংবাদিকদের সকল ক্রীড়া আয়োজনে সাপোর্ট দিয়ে যাচ্ছে মাহা। এই সাপোর্ট অব্যাহত থাকবে। করোনাকালে সুশৃঙ্খল টুর্নামেন্ট আয়োজন করতে পারায় তিনি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও ইমজাকে ধন্যবাদ জানান সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
এছাড়া অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী দল, স্পন্সর প্রতিষ্ঠান, সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা, সিলেট জেলা স্টেডিয়ামের সকল কর্মী, রেফারি ও ডিসিপ্লিনারি কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু।
ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, সিও আমির হোসেন খোকন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, আশরাফুল কবীর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, প্রথম আলোর সিলেট প্রধান উজ্জল মেহেদী, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, ইমজার ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন মনজু, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি দ্বিগেন সিংহ, সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, ফটোজার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিন, সহ সভাপতি এস সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সিলেট ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক প্রণবকান্তি দেব, দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ফারুক আহমেদ, রেফারি এসোসিয়েসনের সাধারণ সম্পাদক সমর চৌধুরী, ডিসিপ্লিনারি কমিটি সদস্য মো. সিরাজ উদ্দিন, মাসুক আহমদ, বদরুদ্দোজা বদর, ইমজার সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, ক্রিড়া সম্পাদক মাহমুদুর রহমান মিলন, শাকিল আহমদ সোহাগ, নির্বাহি সদস্য এস আলম আলমগীর, ক্রিকেটার্স এসোসিয়েসনের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়া অংশগ্রহণকারী দলের পক্ষে পুরস্কার ও শুভেচ্ছাস্মারক গ্রহণ করেন সংবাদ টাইগার্সের চেয়ারম্যান আকাশ চৌধুরী, টিম ম্যানেজার আনিস রহমান, চিফ কো অর্ডিনেটর প্রদীপ পুরকায়স্থ দিপু, টিম মেন্টর বিমান তালুকদার, টিম একাত্তরের কথার টিম একাত্তরের কথার টিম ম্যানেজার সাঈদ চৌধুরী টিপু, টিম নিউজ টুয়েন্টিফোরের টিম ম্যানেজার সেলিনা চৌধুরী, কো অর্ডিনেটর আবুল কালাম আজাদ, উত্তরপূর্ব কিংসের টিম ম্যানেজার ফখরুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলির সদস্য মুকিত রহমানী, ডিবিসি নিউজের চেয়ারম্যান প্রত্যুষ তালুকদার, টিম সিলেট মিররের টিম ম্যানেজার আশকার আমিন রাব্বি, জৈন্তাবার্তা ঈগলসের টিম ম্যানেজার গোলজার আহমদ প্রমুখ।
এর আগে ৭ জানুয়ারি সিলেট জেলা স্টেডিয়ামে ইটিভি রয়্যালস, সংবাদ টাইগার্স, ডিবিসি নিউজ, উত্তরপূর্ব কিংস, জৈন্তাবার্তা ঈগলস, নিউজ টুয়েন্টিফোর, টিম সিলেট মিরর ও টিম একাত্তরের কথা- এই আটটি দলকে নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি। বিজ্ঞপ্তি