জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে এবার ৪০টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তাই আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে বিশেষ আইন-শৃঙ্খলা সভার আয়োজন করা হয়।
৬ অক্টোবর বুধবার জগন্নাথপুর থানা ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক ভার্চুয়ালি বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও এসআই আবদুস ছত্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শংকর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পৌর সচিব সতীশ গোস্বামী, ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক অমিত দেব প্রমূখ।
এছাড়া পার্থ কুমার চক্রবর্তী, সুজিত কুমার দেব, সুভাষ তালুকদার, দিপক দাস, রঞ্জিত সরকার, কিরণ বৈদ্য, মদন মোহন রায়, রবীন্দ্র দেব সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সকল পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। এ সময় জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন, এসআই জিন্নাতুল, এসআই দিপংকর সরকার সহ থানার সকল পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।