নগরীতে একদিনে করোনার টিকা পেলেন আরো ৪,৩৪২ জন

2

স্টাফ রিপোর্টার :
নগরীতে করোনার টিকা পেলেন আরও ৪ হাজার ৩শ’ ৪২ জন। গতকাল রবিবার সিলেট সিটি করপোরেশনের টিকাদান কেন্দ্র সিলেট পুলিশ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরভবনে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে এসব টিকা দেয়া হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন সুমন।
তিনি জানান, পুলিশ হাসপাতাল কেন্দ্রে এদিন মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ৩৭০ জনকে। এদের মধ্যে পুরুষ ২৫০ ও মহিলা ১২০ জন। এই কেন্দ্রে সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে ২৮৫ জনকে। এদের মধ্যে পুরুষ ১৬৪ ও মহিলা ১২১ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে মোট ১৮৫৩ জনকে। এদের মধ্যে রয়েছেন পুরুষ ১১৯৬ ও মহিলা ৬৫৭ জন। এই কেন্দ্রে সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হয়েছে মোট ১৭৬৬ জনকে। এদের মধ্যে পুরুষ ১০৬১ ও মহিলা ৭০৫ জন। এছাড়া এই কেন্দ্রে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মোট ১৪ জনকে। আর সিটি কর্পোরেশনের অস্থায়ী কেন্দ্রে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে মোট ৫৪ জনকে। এদের মধ্যে পুরুষ ২৯ ও মহিলা ২৫ জন রয়েছেন।