জামালগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ উদ্বোধন

10

নিজাম নুর জামালগঞ্জ থেকে :
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২১ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনের মাঠে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি সহযোগিতায় প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। এতে স্বাগত বক্তব্য দেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রেদুয়ানুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা এলজিইডি উপ সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, উপজেলা খামার এসোসিয়েশনের সভাপতি মো. মোশারফ হোসেন। এছাড়াও প্রাণী সম্পদ প্রদশর্নীতে প্রথম হয়েছে মোছা. সালেহা খানম, দ্বিতীয় মো. তোফাজ্জল হোসেন, তৃতীয় স্থান হয়েছে মো. আব্দুল কাদির। উপহারস্বরূপ প্রত্যেককে ৯ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।