গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী বাবলু ও পারভেজ কারাগারে

4

স্টাফ রিপোর্টার :
মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ মাদক আইনে কোতোয়ালি ও শাহপরাণ থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। গতকাল সোমবার গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে রবিবার রাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নগরীর তালতলা থেকে ২২পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলী আকবর বাবলুকে (৩২) গ্রেফতার করে। সে নগরীর ডহর কলাপাড়া এলাকাস্থ ৫২নং বাসার মৃত ফরিদ মিয়ার পুত্র। এদিকে রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসএম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এসআই আব্দুস সালাম, এএসআই বিশ্বজিৎ, এএসআই আলী হোসেন, কনস্টেবল হুমায়ুন কবির, কনস্টেবল হাসান বক্স, কনস্টেবল নূর মোহাম্মদ এ অভিযান পরিচালনা করেন। তার বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানার এফআইআর নং-১৫/৬৭ (৯/০২/২০২০) মাদক আইনে মামলা রয়েছে।
অপরদিকে গোয়েন্দা পুলিশের আরেকটি দল শাহপরাণ থানাধীন খাদিমপাড়া বিআইডিসি থেকে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া ওরফে আতিকুর রহমানকে (৩৪) গ্রেফতার করেছে। সে কোতোয়ালি থানা কুয়ারপাড় এলাকার মৃত আফতাবুর রহমানের পুত্র। রবিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ আনোয়ারুল হোসাইনের নেতৃত্বে এসআই আকবর হোসেন, এএসআই ভূলন চন্দ্র দেব, এএসআই আব্দুস সামাদ, কনস্টেবল ইকবাল হোসেন, কনস্টেবল আব্দুল আহাদ, কনস্টেবল মাসুদুর রহমান, কনস্টেবল রনি তালুকদার এ অভিযান পরিচালনা করেন।