কাজিরবাজার ডেস্ক :
করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ৯৩ শতাংশ মানুষই শপিংমলে না যাওয়ার পক্ষে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
শনিবার (৯ মে) ভার্চুয়াল ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, সংস্থাটির জরিপে উঠে এসেছে এমন তথ্য।
ফাহমিদা খাতুন বলেন, ‘জীবন বাঁচাতে গেলে জীবিকার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে কোথাও দ্বন্দ্ব রয়েছে বলে আমরা মনে করি না। তবে প্রথমে জীবন বাঁচাতে হবে, তারপর জীবিকা। এজন্য সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
তিনি বলেন, ‘সাধারণত আমরা দেখেছি, যেখানে মানুষের সমাগম হয় সেখান থেকে করোনার বেশি বিস্তার হয়ে থাকে। এক্ষেত্রে শপিংমল, গণপরিবহন ও কাঁচাবাজার থেকে সংক্রমণ হয় বেশি। এজন্য আমরা ফেসবুকে জরিপ করি। জরিপে দুটি প্রশ্ন করা হয়েছিল। শপিংমল খুলে দেয়া উচিত কি না, সেটার উত্তরে দুই হাজার ২৬৪ জন ভোট দিয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ১০০ জনই দিয়েছেন না ভোট। অর্থাৎ ৯৩ শতাংশ মানুষ শপিংমল বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন। আর একটি প্রশ্ন ছিল শপিংমল খোলা হলে আপনি যাবেন কি না? এখানে ভোট দিয়েছেন এক হাজার ৪৭ জন। তাদের মধ্যে এক হাজার জনই শপিংমলে না যাওয়ার পক্ষে রায় দিয়েছেন, যা ৯৬ শতাংশ। এখানেও মানুষ শপিংমলে না যাওয়ার পক্ষে।’
এদিকে করোনা সংক্রমণের শঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত চোখে পড়েছে মার্কেটে না যাওয়ার পক্ষেও।
রবিবার (১০ মে) থেকে দেশজুড়ে সীমিত পরিসরে শপিংমল ও বিপণিবিতান খোলার কথা থাকলেও বিভিন্ন স্থানে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন মালিকরা।