আবিদ হান্নান
পেন্সিলের বহু রং ছড়িয়ে দেয় ইট পাথর
দাঁড়কাকের সকাল বেলা শুকনো ভেজা চুল হেঁটে যায়
তৃতীয় চোখ সব দেখেও না দেখার অভিনয়ে মগ্ন
আমি সুপুরুষ হতে চেষ্টা করেও ব্যর্থ হই বার বার।
দরদাম ঠিক করে রক্ত চুষে রক্তের মূল্য না দিয়ে
প্রকাশ্যে বাহাদুর পোষাকে গোপন করি অন্ধকার,
পথ-ঘাট লোক-লোকালয় অস্থায়ী পৃথিবীপৃষ্ঠে
মনের রং পেন্সিলে উঠে আসে না কখনো।