আদালত এলাকায় সাংবাদিক নিরানন্দ পাল ও মামুন হাসানের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে (৩ ফেব্র“য়ারী ) মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সিলেটের পাঁচটি সাংবাদিক সংগঠন কর্তৃক ঘোষিত ৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আদালত পাড়ায় সাংবাদিকদের উপর যে, বা যারা হামলা করেছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচী ঘোষণা করা হবে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যেসব হামলাকারী এখনও গ্রেফতার হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার জন্য সাংবাদিক নেতৃবৃন্দ আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান।
হামলাকারীরা যেসব রাজনৈতিক দলের পদধারী এবং লেজুরবৃত্তি করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিক নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিও আহবান জানান।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে পক্ষ রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর দাস, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য শেখ আশরাফুল আলম নাসির।
ইমজা সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্জুর সঞ্চালনায় মানববন্ধনে অংশগ্রহন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোয়িশনের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ ও মঈনুল হক বুলবুল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি নাজমুল কবীর পাভেল, চ্যানেল এস এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, বাংলা টিভির ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসিন, উত্তরপূর্বের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাশ, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন, টিসিজিএর প্রতিষ্ঠাতা সভাপতি এস সুটন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, সিলেট বাণীর ফটো সাংবাদিক দুলাল হোসেন, সিলেট বাণীর সাব এডিটর চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, ইমজার কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল আহমদ, ক্রীড়া সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বাংলাটিভির ক্যামেরাপার্সন এস আলম আলমগীর,দেশ টেলিভিশনের ক্যামেরাপার্সন আশরাফুল কবীর, বাংলাভিশনের ক্যামেরাপার্সন বদরুর রহমান বাবর, খবরপত্রের সিলেট ব্যুরো প্রধান এম এ মতিন, জিটিভির সিলেট ইনচার্জ বিলকিস আক্তার সুমি, মাইটিভির সিলেট বিভাগীয় প্রধান জিএমজেড সাদেক কয়েছ গাজী, মানবকন্ঠের সিলেট ব্যুরো চীফ মনোয়ার জাহান চৌধুরী, এটিএন বাংলার ক্যামেরাপার্সন ইকবাল মুন্সী, চ্যানেল টুয়েন্টি ফোরের রিপোর্টার মাইদুল ইসলাম রাসেল, ইন্ডিপেনডেন্ট টিভির রিপোর্টার মাধব কর্মকার, সকালের খবরের এইচ এম শহীদুল ইসলাম, শুভ প্রতিদিনের সাঈদ চৌধুরী টিপু, আনন্দ সরকার, দিব্য জ্যোতি সী, মিঠু দাস জয়, মোা. আব্দুল আহাদ, এটিএন নিউজের অনিল পাল, মোহনা টিভির এ এ চৌধুরী শিপার, মাইটিভির এর আর টুনু তালুকদার, জিটিভির ক্যামেরাপার্সন ছয়ফুল আলম অপু, ডিবিসির ক্যামেরাপার্সন হাসান সিকদার সেলিম, সিলটিভির ক্যামেরাপার্সন হেনা মমো, চ্যানেল এস এর হোসাইন আহমদ সুজাদ, রুহিন আহমদ, মাহমুদুর রহমান মিলন, মাছরাঙা টিভির শুভ্র দাস, মানবজমিনের ফটো সাংবাদিক এস এম সুজন, ইকরা বাংলা টিভির কমলজিৎ পাল, সাংবাদিক মো. শাহীন আহমদ, এস আই সবুজ, শাহ শরীফ উদ্দিন, হোসাইন আজাদ, একরাম হোসেন, আজমল আলী, অনিবার্ণ সেনগুপ্ত, নিজামুল লিটন, জীবন পাল, আজহার উদ্দিন শিমুল, আশরাফ চৌধুরী রাজু, ফটো সাংবাদিক ইদ্রিস আলী, সাংবাদিক এম এ খালিক, সোহেল আহমদসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি