জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ইতোমধ্যে শুরু হয়ে গেছে বই উৎসব। যদিও আগামী পহেলা জানুয়ারি নতুন বই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হবে। এর মধ্যে এসব বই জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসে এসে পৌছে গেছে। ২১ ডিসেম্বর থেকে স্কুল পর্যায়ে বই বিতরণ শুরু হয়েছে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। জগন্নাথপুর উপজেলায় মোট ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অন্যান্য আরো বিভিন্ন স্কুল সহ মোট ২১২টি স্কুলের শিক্ষকগণ নতুন বই সংগ্রহ করছেন। এর মধ্যে প্রাক-প্রাথমিকে ৫২৫০, প্রথম শ্রেণির ৮৪০০, দ্বিতীয় শ্রেণির ৮১০০, তৃতীয় শ্রেণির ৮০৬০, চতুর্থ শ্রেণির ৭৫০০ ও পঞ্চম শ্রেণির জন্য ৫৭০০ নতুন বই বিতরণ করা হচ্ছে।
২২ ডিসেম্বর মঙ্গলবার স্কুল পর্যায়ে শিক্ষকদের মধ্যে নতুন বই বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। এ সময় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সিরাজী, শিক্ষক জালাল উদ্দিন, পার্থ কুমার গোপ, শাহ ফারুক আহমদ সহ উপজেলার বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।