কুরবানি

56

মাযহারুল ইসলাম অনিক

রহিম মিয়া রহিম মিয়া যাচ্ছো তুমি কই?
থলের মাঝে ভর্তি কেন চিড়ে, মুড়ি, খই?
চিরন চালে মাথার ধারে এত্তো কেন বেশ?
রাঙা দড়ি হাতে ধরে যাচ্ছো যে কোন দেশ?
কি যে হলো তখন থেকে বলছি এতো কথা,
জবাব দিতে শরীর মাঝে হচ্ছে নাকি ব্যথা?
না রে পাগল ব্যথা কেন যাচ্ছি আমি হাটে,
স্বপ্ন আশা গুনগুনিয়ে শুধু ছড়া কাটে।

তাইতো আমি এমন সাজে যাচ্ছি ওদিক পানে,
কেমন গরু পাবো রে ভাই মালিক খোদা জানে।
ভয়ে ভয়ে চুলগুলো আজ শুধু লাফাই ওঠে,
গরুগুলো কি জানি ভাই কেমন দামে ছোটে?
জোড় হাতে একটুখানি দোয়া দুরুদ পড়
বিশাল গরু এনে যেন পুরতে পারি ঘর।

কেমন কথা বললে তুমি ঠকাই সবার হক,
ফ্রিজ মাঝে মাংস রেখে মিটবে মনের শখ?
আল্লা কাছে প্রাণটা দিতে ইসমাইল না ভয় পায়,
দাঁতের ঘায়ে মাংসগুলো একলা কি কেউ খায়?
বিশাল গরু বিশাল গরু করছো কেন বলো?
এ সব কথা বাদ দিয়ে আজ সঠিক পথে চলো।
ওয়াজিবের ওই পথটা যদি ধরতে তুমি চাও,
সঠিক ভাবে নিয়ম মেনে কুরবানিটা দাও।