সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দিরাইয়ে ফায়ার সার্ভিস স্টেশন চালুর দাবিকে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে স্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন।
“দাবি উঠুক সমস্বরে, ফায়ার স্টেশন চালু হোক দিরাইয়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার গণস্বক্ষর কর্মসূচি উদ্বোধন হবে।
জানা যায়, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কাজ শরু হয় একই সাথে। ১ নভেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি স্টেশন আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে দক্ষিণ সুনামগঞ্জ স্টেশনটি কাজ শুরু করে। কিন্তু দিরাই স্টেশনটি নির্মাণ কাজ এখনও শেষ হয়নি।
গত কয়েকদিন আগে উপজেলার রফিনগর, জকিনগর, উজানধল গ্রাম, পৌরসদরের চন্ডিপুর গ্রাম সর্বশেষ দিরাই বাজারে অগ্নকান্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকারের কোটি টাকায় নির্মিত ফায়ার স্টেশনটি মানুষের কোন কাজে আসছে না। এমতাবস্থায় অধিকার আদায়ের জন্য তারা কর্মসূচি ঘোষণা করেছেন।
দিরাই মানুষ এ ব্যাপারে দিরাই-শাল্লার সাংসদ, দিরাই উপজেলা চেয়ারম্যার ও দিরাই পৌরসভার মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন।