আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বিশ^জিৎ রায় বিশ^ সুসম উন্নয়নের লক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোটদানের জন্য দিরাই পৌরবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, দিরাই-শাল্লার জন্মগত জনপ্রতিনিধি জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্ত এমপির হাত ধরে বিগত দিনে সাবেক জনপ্রিয় মেয়র আজিজুর রহমান বুলবুল দিরাই পৌরসভাকে সি ক্যাটাগরী হতে বি ক্যাটাগরীতে উন্নীত করে উন্নয়নের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করেছিলেন। গত ৫ বছরে তার পরিকল্পনাকে এগিয়ে নেয়ার জন্য নির্বাচিত মেয়র কোন উদ্যোগই গ্রহন করেননি। তাই নির্বাচিত কাউন্সিলর হওয়ার পরও উন্নয়নের রোডম্যাপ সম্পর্কে আমরা পৌরপরিষদও অবগত ছিলাম না। নৌকা নিয়ে নির্বাচন করে দলের মেয়র হয়ে অন্যদলকে এবং দলের বিরোধী লোকদেরকে যারা বেশী ফায়দা দিয়ে নিজের আখের গুছাতে চেয়েছেন আমি সেই রকম প্রার্থী বা মেয়র হতে চাই না। আমি দলের লোকদেরকে সম্মান দেওয়ার পাশাপাশি সকল দলমতের মানুষকে নিয়ে পৌরবাসীকে সুষম উন্নয়ন দিতে চাই। আমার কাছে কে আওয়ামীলীগ আর কে বিএনপি সেটা বড় কথা নয় সকলকে সমান উন্নয়ন দেয়াই আমার নির্বাচনী অঙ্গীকার।
১৮ ডিসেম্বর শুক্রবার রাতে দিরাই থানার ভরারগাঁও গ্রামে বিশাল নির্বাচনী জনসভায় নৌকা প্রতীকের প্রার্থী বিশ^জিৎ রায় বিশ^ একথা বলেন। বিশিষ্ট মুরব্বী অমরু মিয়ার সভাপতিত্বে এবং সৈয়দ আহমদ দুলাল ও রুহুল আমিন শুভ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বুলবুল,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া,ফখর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া,আওয়ামীলীগ নেতা সিরাজউদ্দৌলা, আওয়ামীলীগের সাবেক মনোনয়ন প্রত্যাশী আসাদ উল্লাহ, দিরাই উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, দিরাই সরমঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বাউল আল-হেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী,দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা মেরাজ মিয়া, সাবেক কাউন্সিলার শাহজাহান সরদার, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি রাহাত মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শেখুল ইসলাম, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছাদিকুর রহমান, সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, যুবলীগ নেতা আজাদ মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ রহমান, আওয়ামীলীগ নেতা কাইয়্যুম মিয়া, শামীম মিয়া, ছাত্রলীগ নেতা সৌরভ মিয়া, উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক সৈয়দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় মেয়র প্রার্থী বিশ^জিৎ রায় বিশ^র কাছে বিভিন্ন দাবী দাওয়া সংবলিত স্মারকলিপি প্রদান করেন হাবিবুর রহমান হাবিব। সভায় বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী নুরুল ইসলাম ভিখারী, সাংবাদিক বাউল আল-হেলালসহ স্থানীয় শিল্পীবৃন্দ।