হয়ত সে দিন

116

ইমরান ইসলাম

যে দিন আমার কথাগুলো
গাইবে গানের সুরে
হয়ত সে দিন চলে যাবো
চলে যাবো অনেক দূরে!
ওই পাখির গানে গানে
করবে মনে আমায় ভোরে?

যখন আমায় করবে মনে
যত স্মৃতি তোমার সনে
তখন মিষ্টি মুখে হাসবে তুমি;
আর দূরে থেকেও তোমার সুখে
ভরা মুখে- হাসবো আমি!
বুনো পাখির সুরে সুরে
করবে মনে আমায় ওরে?

আমার প্রেম আমার আঘাত
আমার সন্ধ্যা আমার প্রভাত
সবই তোমার কাছে লাগবে যেন
এত মধুর এত বিষাদ কেন?
কে ছিলাম কত অচেনা ছিলাম
খুঁজে কী লাভ নতুন করে?
পারো যদি ক্ষমা করো মোরে!