মোহাম্মদ বুলবুল হোসেন
স্বাধীনতা আজ পিতাহীন
এক যে মায়ের সন্তান,
স্বাধীনতা যে কিশোরী
শতো বোনের উত্তান।
স্বাধীনতা যে ধর্ষিত
শতো বোনের কান্না,
স্বাধীনতা আজ বাঙালীর
নিশ্চিন্তে প্রসন্না।
স্বাধীনতা কোকিলের ডাক
মিষ্টি মধুর সুরে,
স্বাধীনতা বজ্রকন্ঠে
তুলে আওয়াজ করে।
স্বাধীনতা ফেব্রুয়ারি
একুশে সেই গানে,
স্বাধীনতা শহীদ মিনার
ছুটি আপন টানে।
স্বাধীনতা স্বজনহারা
এক ভাইয়ের আর্তনাদ,
স্বাধীনতা আজ কৃষকের
প্রিয় ধান চাষাবাদ।