ঘুড়ি

23

মজনু মিয়া

বাঁশ কাটি আর কাগজ ধরি
সুতায় বাঁধি ঘুড়ি
ধুত্তুরি!
হচ্ছে না ছাই যা চাচ্ছি তাই
খালি ভাঙি গড়ি
ধুত্তুরি!
এবার ধরি লম্বা করি
লেজ হলো বেশ ভারী
ধুত্তুরি!
ওড়াই দিলে ধরে গালি
খুব জ্বালা কি করি?
ধুত্তুরি!
গড়া জানলে হয় যে ভালো
ওড়ায় ওড়াওড়ি
আহ ঘুড়ি!
বাতাস পেয়ে যাচ্ছে ওড়ি
আকাশ দিক ধা করি
মন ঘুড়ি।