শিমুল হোসেন
ডিসেম্বরের ষোল তারিখ
বঙ্গের আকাশ তলে
নতুন সাজে নিশান ওড়ে
ছায়া পড়ে জলে।
বিজয় আসে ডিসেম্বরে
একটি বছর পরে,
বিজয় আসে শহীদ হাসে
বাংলা মায়ের তরে।
বিজয় আসে পাখির ডানায়
মুক্ত আকাশ ছুঁয়ে,
বিজয় নামে বিরাঙ্গনার
শাড়ির আঁচল ছুঁয়ে।
বিজয় আসে দূর্বাঘাসে
ফসলের মাঠ জুড়ে,
বিজয় যেন রক্ত দোলায়
হৃদয় জমিন ফুঁড়ে।
বিজয় আসে পদ্মা মেঘনা
ব্রহ্মপুত্রের বুকে,
বঙ্গসাগরে লাল সবুজের
পাল উড়িয়ে সুখে।
বিজয় আসে রাজপথে
বুড়ি গঙ্গার তীরে,
বিজয় আসে সারা বাংলায়
কোটি মানুষের ভিড়ে।
বিজয় আমার স্বপ্ন চোখে
ঘুম ভাঙিয়ে দেই রে,
বিজয় এলে সব ভুলে যাই
বিজয়ের গান গাই রে।
বিজয়ের এই উৎসব চলো
বিশ্ব মাঝে ছড়াই,
আমরা স্বাধীন নেই পরাধীন
এইতো মোদের বড়াই।