সাফি দোহা

14

মুহাম্মদ ইমদাদ হোসেন

সাফি দোহা ভাইও বোনে
মিলেমিশে থাকে
কাগজ কলম হাতে নিয়ে
নানান ছবি আঁকে।

স্কুলে যাবার হয়নি বয়স
তাই বাড়িতে খেলা
খেলার সাথে জমে আরো
খেলনা পুতুল মেলা।

ভাই-বোনেরা খেলা মেলায়
সারাবেলা কাটে
কখনো ঘর কিংবা উঠোন
কখনো বা মাঠে।

সকাল বেলা পড়তে বসে
দোয়া কালাম শিখে
সন্ধ্যা হলে অ আ ক খ
পড়ে এবং লিখে।

এমনি করে কাটছে তাদের
দিন মাস আর সালও,
প্রভুর দয়ায় মাশাআল্লাহ
আছে তারা ভালো।