জগন্নাথপুরে চলছে বেড়িবাঁধ নির্মাণ কাজ

14

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে চলছে হাওরের বোরো ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ কাজ। এবার জগন্নাথপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৩ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ২৮টি পিআইসি প্রকল্পের মাধ্যমে ১৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত কাজ চলছে।
১৯ জানুয়ারি বুধবার নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের ২ থেকে ১৫ নং প্রকল্প এলাকায় সরজমিনে দেখা যায়, মাত্র কয়েকটি প্রকল্পে কাজ চললেও বাকিগুলোতে এখনো কাজ শুরু হয়নি। এর মধ্যে ৪নং পিআইসি কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আহমদ আলী, ৭নং পিআইসি কমিটির সভাপতি মাহমুদুল হাসান মনি ও ১৪নং পিআইসি কমিটির সভাপতি রেজাউল করিম বাদশার লোকজন বাঁধ নির্মাণ কাজ করছেন। বাকিরা এক্সেভেটর মেশিন ও শ্রমিক সংগ্রহে ব্যস্ত রয়েছেন। তবে আগামী ২/৩ দিনের মধ্যে তারাও কাজ শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী জানান, আপাতত কয়েকটি প্রকল্পে কাজ চললেও আগামী শনিবারের মধ্যে সকল প্রকল্পে কাজ শুরু হবে এবং আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের মাটির কাটার কাজ শেষ হয়ে যাবে।