জিল্লুর রহমান পাটোয়ারী
খোকা গেছে যুদ্ধ করতে,
বিজয় আনবে দেশে –
তাইতো খোকা পণ করেছে,
দেশকে ভালোবেসে।
যুদ্ধ করে হঠিয়ে দিলো ,
শত্রু সেনার দলকে –
আনলো খোকা বিজয় দেশে,
সাহস তাহার বলকে।
খোকার সাহস খোকার শক্তি,
বিজয় গলার মালা –
খোকার গলায় দেই পড়িয়ে,
সাজাই ফুলের ডালা।
খোকার আনন্দ বিজয় ঘিরে,
বাংলায় আসুক সুখ –
বিজয় আনন্দের শপথ নিয়ে,
দেখি বাংলার মুখ।