স্প্রিড ব্রেকার না থাকায় ঘটছে দুর্ঘটনা ॥ দক্ষিণ সুরমার বাইপাসে ট্রাকের ধাক্কায় আরো একজনের মৃত্যু

33

স্টাফ রিপোর্টার :
রাস্তায় স্প্রিড ব্রেকার না থাকায় দক্ষিণ সুরমা বাইপাসে ট্রাকের ধাক্কায় আরো একজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের মোমিনখলা-কায়েস্তরাইল-গালিমপুর বাইপাস মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত পংকী মিয়া (৭০) দক্ষিণ সুরমা থানার চান্দাই তালুকদার পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ৮ টার দিকে পংকী মিয়া ঘটনাস্থলে রাস্তা পারাপার হচ্ছিলেন। তখন দ্রুতগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তবে এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় কোন মামলা হয়েছে কি না তা জানা যায়নি।
এর আগেও একই স্থানে স্প্রিড ব্রেকার না থাকায় রাস্তা পারাপারের সময় স্থানীয় সৈয়দ ইয়াকুব আলী পারভেজ (২১) নামে এক যুবক নির্মমভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
তার ভাই নোমান জানান, গত কয়েক দিন আগে একইস্থানে আমার ভাইর প্রাণ কেড়ে নিয়েছে এনা নামের একটি বাস। তখন এই স্থানে রাস্তা অবরোধ করে স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনা না ঘটনার ব্যবস্থার জন্য সিলেট-ঢাকা মহাসড়কের মোমিনখলা-কায়েস্তরাইল-গালিমপুর বাইপাস মোড়ে রাস্তায় স্প্রিড ব্রেকার দেয়ার জন্য একটি স্মারকলিপি সিলেট জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়। কিন্তু এখন পর্যন্ত সেই স্থানে স্প্রিড ব্রেকার না দেয়ায় সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে।
এলাকাবাসীরা জানান, নগরীর দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বরের বাইপাস সংলগ্ন মোমিনখলা-কায়েস্তরাইল-গালিমপুর সড়কের মধ্য দিয়ে চলে গেছে সিলেট-ঢাকা মহাসড়ক রাস্তাটি। ফলে প্রতিদিন রাস্তা পারাপারের সময় পথচারী ও গাড়ী আরোহীরা হচ্ছেন দুঘর্টনার শিকার। এর প্রতিকার চেয়ে ও রাস্তার দুর্ঘটনাস্থলে স্প্রিড ব্রেকার স্থাপনের জন্য গত সপ্তাহে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সড়ক বিভাগ চৌহাট্টা কার্যালয়ে দু’টি আবেদন করা হয়। কিন্তু রাস্তায় কার্পেটিং করা হলেও এখন পর্যন্ত উক্ত স্থানে স্প্রিড ব্রেকার দেয়া হয়নি। তাই অতিসত্তর ২৫নং ওয়ার্ডের কায়েস্তরাইল-মোমিনখলা-গালিমপুর সংলগ্ন বাইপাস মোড়ের মহাসড়কে স্প্রিড ব্রেকার স্থাপন করে দেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন তারা।
এ ব্যাপারে সিলেট সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিতেস তালুকদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের কাছে সরকারের নির্দেশনা রয়েছে মহাসড়কের কোন স্থানে স্প্রিড ব্রেকার না দেয়ার জন্য। এছাড়া যে সব স্থানে স্প্রিড ব্রেকার রয়েছে সেসব স্থান থেকে সেগুলো তুলে ফেলারও পরিকল্পনা নেয়া হচ্ছে। তবে সড়কের দুর্ঘটনাস্থানে আমরা অবশ্যই অতিসত্তর জ্রেবা ক্রসিং ও সাইনবোর্ড সাঁটানো হবে বলে জানান এই কর্মকর্তা।