স্লো ওভার রেটের জন্য কোহলিদের জরিমানা

8
India's captain Virat Kohli (L) talks with teammate Mohammed Shami during the one-day international cricket match between India and Australia at the Sydney Cricket Ground (SCG) on November 27, 2020. (Photo by DAVID GRAY / AFP) / --IMAGE RESTRICTED TO EDITORIAL USE - NO COMMERCIAL USE-- (Photo by DAVID GRAY/AFP via Getty Images)

স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়া সফরে গত (শুক্রবার) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানে হেরেছে ভারত। হারের ম্যাচে জরিমানার মুখে পড়তে হয়েছে বিরাট কোহলিদের। স্লো ওভার রেটের জন্য ভারতের পুরো দলের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
শনিবার আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট কোহলি ইতোমধ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন স্লো ওভার রেটের জন্য। তাই কোনো শুনানির প্রয়োজন নেই। শুক্রবারের এই ম্যাচের রেফারি ডেভিড বুনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ভারত ১ ওভার কম বল করেছে।
আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যতগুলি ওভার কম বল করা হবে তত ওভার প্রতি ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। ভারত যেহেতু ১ ওভার কম করেছে তাই তাদের ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে।
আজ রবিবার সিডনিতে দ্বিতীয় এক দিনের ম্যাচে নামার আগে ভারতকে শুধু যে পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে তাই নয়, মাথায় রাখতে হবে এই ওভার রেটের কথাও। এ দিনের জন্য ক্ষমা চেয়ে নেওয়ায় বড় শাস্তির মুখে পড়তে হয়নি দলকে। কিন্তু রবিবার একই ভুল করলে আইসিসির নিয়ম অনুযায়ী শাস্তির পরিমাণ কিন্তু বাড়বে। তাই আরও বেশি সতর্ক থাকতে হবে অধিনায়ক বিরাটকে।