ওসমানীনগরে বিএনপির সভায় কামরুল ॥ গুম-খুনে আত্মবিশ্বাসী আ’লীগ

16

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার খুন ও গুমে আত্মবিশ্বাসী। সিলেটের মাটি ও মানুষের নেতা টিপাই মুখ বাঁধ নির্মাণ বিরোধী আন্দোলনে প্রতিবাদী কন্ঠস্বর এম ইলিয়াস আলী নিখোঁজের প্রায় আট বছর হলেও আওয়ামীলীগ সরকার তাকে খুঁজে বের করেনি। এটা আওয়ামীলীগ সরকারের চক্রান্ত। এম ইলিয়াস আলীসহ অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গুম করে রেখেছে আওয়ামীলীগ সরকার। তাই জনতার নেতারা জনগণের মাঝে আসতে পারছেন না। আমরা বার বার এম ইলিয়াস আলীর সন্ধানের জন্য আন্দোলনে গেলে সরকার তাদের লালিত পুলিশ বাহিনী দিয়ে মামালা হামলা করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে এবং দেশে গণতন্ত্রের বদলে এক নায়কতন্ত্র কায়েম করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এতো বোকা নয়। জনগণ এর সঠিক জবাব দিবে। প্রতিবারই নির্বাচন নামক খেলা খেলে আওয়ামীলীলীগ জাতির সাথে বেইমানী করছে। সকালে নির্বাচন দুপুরেই চলে কেন্দ্র দখল। এমন নির্বাচন আর কোন দিন এই দেশের মাটিতে বাঙালি জাতি দেখেনি। আওয়ামীলীগের এমন কার্যক্রমে সাধারণ জনগণ নাজেহাল ও আতংকিত। সাধারণ জনগণ বিএনপিকে মনে প্রাণে ভালোবাসে। তাই তারাও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন চায়। আর আওয়ামীলীগ এটা ভালো করে যানে যে সঠিক ও নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামীলী লীগ আর কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না। ওসমানীনগরের সাদীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাদিপুর ইউনিয়নের খছরুপুর গ্রামে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব আল-মামুন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর ফয়েজ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক জরিদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সভাপতি সৈয়দ মোতাহির আলী, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গয়াস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ইয়াহইয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, এস এম মাসুদ, এম রায়হান আহমদ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য শেখ শফিক উদ্দিন, নিজাম উদ্দিন সিদ্দিকী, মানিক মিয়া, আব্দুল বাছিত মাবরুর, ছালিক মিয়া, যুক্তরাজ্য যুবদল নেতা এমরান আহমদ, সাদীপুর ইউনিয়ন বিএনপি নেতা কালা মিয়া, বখতিয়ার হোসেন, আপ্তাব উল্লা, হাফিজ জুবায়ের আহমদ মকছুদ, সৈয়দ তজমুল আলী, মানিক উল্লা, আখলিছ মিয়া, শিরাজ মিয়া, আবুল কালাম, আতর আলী, শহিদ মিয়া, আজির উদ্দিন, এখলাছুর রহমান সাগর, লোকমান আহমদ, আফজাল মিয়া, কাদির মিয়া, ডাঃ আব্দুল হাই, মুক্তার আলী, মনছুর আলী, মাহমদ আলী, আরজু মিয়া, তেরা মিয়া, এলাইচ মিয়া, ফরিদ আহমদ, সালে আহমদ, উপজেলা যুবদল নেতা আহবাবুল হোসেন আহবাব, শিপু চৌধুরী, শিপু মিয়া, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ, হুমায়েল, কাপ্তান মিয়া, আব্দুস সামাদ, ওমার আলী, মুহিদ মিয়া, আব্দাল মিয়া, রুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ শাহজাহান আলী, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক জুনায়েদ আহমদ, সাদীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী শওকত, সাধারন সম্পাদক আলী আহমদ,কাজী জাওয়াদ, শাহ উসামা প্রমুখ।