মজনু মিয়া
সিংহ হলো বনের রাজা তার কথা সবাই শুনে,
বনে যত প্রাণী আছে খাবে এমন ফঁন্দি সে বুনে।
ঢেরাতে সে বসে খাবে করে এমন ফন্দির লোভ,
বনের সকল প্রাণী শুনে গিলে তার এই মহা টুপ।
মন্ত্রী করার আশা দিয়ে ডেকে এনে নিজ ঢেরায়,
একে একে খাবে তাদের বাঁধা দেয় আর তা ক্যারায়?
হরিণ ভাল্লুক ঘোড়া গাধা একে একে আসে তায়,
যে আসে সে আর না বনে কখনোই ফিরে যায়!
শেয়াল অতি চালাক জাতি রাজার ফন্দি সে ধরে,
মন্ত্রী হবার লোভ করে না থাকে দূর দূরে সরে।
গন্ডার এসে মন্ত্রী হবে রাজার কাছে গেলে পর,
কাছে আসতেই খুঁচা লাগায় অন্ধ করে মারে চড়!
বেশ কিছু দিন রাজার খবর কেউ নিতে আর যায় না,
শেয়াল গিয়ে আড়ে আড়ে দেখে সিংহ আর চায় না!
এমনি করে সিংহের ফন্দি পড়ে গেলো ধরা তার,
বাকী যত প্রাণী এসে কয় শেয়াল বুদ্ধির পাহাড়।