কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ যানবাহন চালকদের বিরুদ্ধে ১৪টি মামলায় ৩২৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সপ্তম দিন কঠোর লকডাউনের এ সময় বিধিনিষেধ অমান্য করায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪টি মামলা দেয়া হয়েছে। এতে মোট ৩ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী উপজেলার ভানুগাছ বাজার, শমশেরনগর, শহীদনগর বাজারসহ বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।