জগন্নাথপুরে বীজ ধান বিক্রির ধুম

27
জগন্নাথপুরে একটি দোকানে বীজ ধান বিক্রির ধুম।

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে কমতে শুরু করেছে হাওরের পানি। হাওরে পানি কমে যাওয়ায় বোরো ধান আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। চলছে বীজতলা তৈরি ও বোরো জমি পরিচর্যা। তৈরি করা বীজ তলায় বীজ ধান রোপণে কৃষকদের মধ্যে রীতিমতো চলছে প্রতিযোগিতা। যে কারণে হাট-বাজারে বীজ ধান বিক্রির ধুম পড়েছে। ১৩ নভেম্বর শুক্রবার দেখা যায়, জগন্নাথপুর সদর বাজারে ডিলার শরীফ মিয়ার দোকানে দীর্ঘ লাইন দিয়ে বিভিন্ন জাতের বীজ ধান কিনছেন কৃষকরা।
জানা গেছে, গত বছর জগন্নাথপুরে বাম্পার বোরো ফলন হয়েছে। ধানের ন্যায্যমূল্যও পেয়েছেন কৃষকরা। এখনো ধান-চালের বাজার চড়া। উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ধান-চাল। গত বছর লাভবান হওয়ায় এবার বোরো জমি আবাদে ঝাপিয়ে পড়েছেন কৃষকরা।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, এবার জগন্নাথপুর উপজেলায় ২০ হাজার ৬১০ হেক্টর বোরো জমি আবাদ হচ্ছে। গত বছর বাম্পার ফলন হওয়ায় এবার কৃষকরা আরো উৎসাহিত হয়েছেন। আমরাও জমি আবাদে প্রয়োজনীয় পরামর্শ সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করছি। এর মধ্যে স্বল্পদিনের ধান রোপন করতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।