স্টাফ রিপোর্টার :
বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ আজ শুক্রবার। নিরাপদ মানসম্মত পণ্য এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারা দেশের মত সিলেটেও দিবসটি পালিত হবে। দিবসটি পালন উপলক্ষে বিস্তারতি কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার এসোসিয়শেন অব বাংলাদেশে (ক্যাব)। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি, সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মৃনাল কান্তি দেব, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক কাজি এমদাদুল ইসলাম।
দিবসের সকল অনুষ্ঠানে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী-ভোক্তা নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো: ফখরুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।