শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষাবর্ষের ‘টার্ম টেস্ট’ পরিক্ষা শিক্ষার্থীদের জন্য সহায়ক পদ্ধতিতে নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সোমবার (২ নভেম্বর) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে অনলাইনে মতবিনিময়কালে এসব তথ্য জানান তিনি।
মতবিনিময়কালে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থে আমরা করোনাকালীন সময়ের শুরু থেকেই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছিলাম। এখন সেমিস্টার কার্যক্রম যেহেতু শেষের পথে তাই আমরা উভয় সেমিস্টারের টার্ম টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ টার্ম টেস্ট নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে কোনভাবেই বঞ্চিত না হয় সে ব্যাপারে ডীন ও ডিসিপ্লিন প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ‘আমরা সবসময়ই শিক্ষার্থীবান্ধব। টার্মটেষ্ট ও ক্লাস উপস্থিতির ক্ষেত্রে এ্যাসাইনমেন্ট, মৌখিক, কুইজ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরসহ সুবিধাজনক যে কোন উপায়ে সম্পন্ন করার জন্য কোর্স শিক্ষকদের স্বাধীনতা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যাচের ছাত্রছাত্রীদেরকে কোর্স শিক্ষকদের সাথে যোগাযোগ করে সুবিধাজনক পন্থাটি অনুসরণ করার জন্য এবং কোর্স শিক্ষকদেরকে এ বিষয়ে একটু বেশি সহানুভূতিশীল হবার অনুরোধ জানানো হয়েছে, যাতে কোন ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত না হয় । যেসব শিক্ষার্থী বাস্তবিক সমস্যার কারণে ক্লাস করতে পারেনি তাদেরকে শিক্ষার্থীদের সুবিধাজনক উপায়ে মূলায়ন করার জন্য শিক্ষকদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।’
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে। করোনাকালীন এই সময়ে যেকোন সমস্যায় তারা আমাদের পাশে পাবে। যেসব শিক্ষার্থী আবেদন করার পরেও বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত ’ইন্টারনেট প্যাক’ পায় নি তারা রেজিষ্ট্রারের মাধ্যমে যোগাযোগ করলেই ইন্টারনেট সুবিধা পেয়ে যাবে।’